ষ্টাফ রিপোর্টারঃ
নাচ গান শোভাযাত্রার মধ্যদিয়ে শুক্রবার বিকালে মৌলভীবাজারে মূর্তি বিসর্জন করা হয়েছে। দেবী বিসর্জনে অংশ নেন হাজারো হিন্দু ধর্মাবলম্বীরা। বিকেল তিনটায় শহরের বিভিন্ন মন্ডপ থেকে মুর্তি নিয়ে সেন্ট্রাল রোডের কালি বাড়ির সামনে জড়ো করা হয়। পরে সেখান থেকে শোভাযাত্রা করে চাঁদনীঘাট মনু ব্রিজের পাশে মনু নদীতে দেবী বিসর্জন করা হয়।
এদিকে বিকাল ৩টায় শহরের চৌমুহনী পয়েন্টে বিজয়ী শোভাযাত্রার একটি গাড়ির গ্লাস ভাঙচুর করে একজন দুর্বৃত্ত। তাৎক্ষণিক ভাবে উপস্থিত পুলিশ সদস্যরা সন্দেহবাজন এক যুবককে আটক করে থানায় নিয়ে যায়। জানাগেছে সে শহরের একটি চশমার দোকানের কর্মচারী। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত তার পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিমা বিসর্জন দিতে বিকাল ৩টায় সৈয়ারপুর এলাকার সৎসঙ্গ মন্ডপ থেকে মূর্তি নিয়ে ট্রাকে শহরের চৌমুহনা এলাকায় আসামাত্রই এম সাইফুর রহমান রোড থেকে একজন যুবক হাতে দা নিয়ে দৌঁড়ে এসে গাড়ির গ্লাসে কুপ মেরে ভাঙচুর করে। তবে স্থানীয়দের ধারনা হামলাকারী মানুষিক ভারস্যম্যহীন।
পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল বলেন, হামলার ঘটনায় ১জনকে গ্রেফতার করা হয়েছে। জড়িতদের গ্রেফতার করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
এবিষয়ে জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি কবি অসিত দেব বলেন, শুনেছি চৌমুহনীর একটি চশমা ঘরের একজন লোক সৎসঙ্গের গাড়িতে হামলা করে গাড়ির সামনের গ্লাস ভাঙচুর করেছে। এছাড়া এ পর্যন্ত জেলার অন্য কোনো স্থানে অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
Post Views:
0