বিশেষ প্রতিনিধিঃ
আহমদ আলী ছায়েম। মৌলভীবাজার সাইকেলিং কমিউনিটির এডমিন। দীর্ঘ কয়েক বছর ধরে জেলা ব্যাপি বাইসাইকেল রাইড করে গিয়েছেন বিভিন্ন দর্শনীয় স্থানে। নিয়মী প্রতি শুক্রবার সাইকেলিং কমিউনিটির সদস্যদের নিয়ে শহরে রাইড করেন। গাড়ি রেখে বাইসাইকেল চড়া অনেকটা সাইকেলিং কমিউনিটির সদস্যদের নেশায় পরিণত হয়েছে। সেই নেশা থেকেই এবার নিজের বিয়েতে শখের বাইসাইকেল চড়ে কনে আনতে কমিউনিটি সেন্টারে গেলেন ছায়েম। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ছবিটি আপলোড হওয়ার সাথে সাথেই ভাইরাল হতে থাকে। অনেকেই এই ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। এ সময় তার সাথে সাইকেলিং কমিউনিটির অর্ধশতাধিক সদস্যও রাইড করে কমিউনিটি সেন্টারে যান।
জানা যায়, বুধবার দুপুরে শহরের বড়হাট এলাকা থেকে বাইসাইকেলে চড়ে সাদিয়া কমিউনিটি সেন্টারে যান ছায়েম। এনিয়ে শহরের সচেতন মহলে নানা মুখি আলাপ আলোচনা চলছে।
সাইকেলিং কমিউনিটির মডারেটর ইমন আহমদ যুগান্তরকে বলেন, পরিবেশ বান্ধব বাহন বাইসাইকেল মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই আমাদের এই ব্যতিক্রমি আয়োজন।
বাইসাইকেল চালিয়ে বিয়েতে গেলেন বর
