কুলাউড়া প্রতিনিধি:
কুলাউড়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন সিলেট মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বিসিবির পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল।
রবিবার বিকালে শহরের একটি রেষ্টুরেন্টে তিনি এ মতবিনিময় করেন। নাদেল সাংবাদিকদের বলেন, আমি দীর্ঘদিন থেকে আওয়ামীলীগের রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত। মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে বিগত ৫ বছর যাবৎ কুলাউড়ায় দলীয় নেতা-কর্মীদের সাথে কাজ করে যাচ্ছি। একজন রাজনৈতিক কর্মী হিসেবে কুলাউড়াকে কিভাবে উন্নয়নে এগিয়ে নেওয়া যায় সে লক্ষ্যে গ্রামে গ্রামে গিয়ে মানুষের সাথে পরামর্শ করছি। বিভিন্ন ইউনিয়নে মুক্তিযুদ্ধ পাঠাগার স্থাপনের কথা উল্লেখ করে বলেন, এখান থেকে তরুণ প্রজন্ম বঙ্গবন্ধু তথা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারবে। বর্তমানে আমি সিলেটে বসবাস করলেও আমার জন্মস্থান কুলাউড়া। আমি কুলাউড়া থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন করতে আগ্রহী। আমি কুলাউড়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, খেলার মাঠ, সামাজিক সংগঠন ও ধর্মীয় প্রতিষ্ঠানে কাজ করে যাচ্ছি। একজন রাজনৈতিক কর্মী হিসেবে আশা প্রকাশ করে তিনি বলেন, আওয়ামীলীগ সংসদীয় বোর্ড তার মনোনয়ন প্রক্রিয়ায় যেভাবে সিদ্ধান্ত নিবে তিনি সেভাবেই কাজ করবেন। মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দিলে নৌকা মার্কার প্রার্থী হিসেবে তিনি মনোনয়ন জমা দিবেন। মতবিনিময় সভায় শফিউল আলম চৌধুরী নাদেল একটি আধুনিক কুলাউড়া গঠন এবং একটি মিনি স্টেডিয়াম নির্মাণে তার পরিকল্পনার কথাও তুলে ধরেন সাংবাদিকদের কাছে। সভায় কুলাউড়ার বিভিন্ন স্থরের গণমাধ্যমকর্মীদের সহযোগিতাও কামনা করেন তিনি।