স্টাফ রিপোর্টার:
“টেকসই উন্নয়ন ,স্বাস্থ্যসম্মত স্যানিটেশন” এই স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।
সোমবার (১৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা প্রশাসনের কর্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার জেলা প্রশাসনের কর্যালয়ে এসে এক পথ সভায় মিলিত হয়।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিনের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর মাহবুবুর রহমান, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, জেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহ প্রকৌশলী সোহরাব উদ্দিন আহমেদ, জেলা প্রথমিক শিক্ষা অফিসার মোঃ বায়েজীদ খান, ব্রাকের জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম ও দৈনিক বাংলারদিন পত্রিকার সম্পাদক বকশী ইকবাল আহমদ প্রমুখ।
এ সময় শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সামনে হাত ধোয়ার নিয়ম প্রদর্শন করা হয়।
Post Views:
0