কুলাউড়া প্রতিনিধি:
শারদীয় দূর্গা পূজা উদযাপন উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলাউড়া উপজেলা শাখার উদ্যোগে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
শনিবার (১৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে পৌর শহরের ডাক বাংলো মাঠে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এর আগে সকাল সাড়ে ১১টার দিকে কুলাউড়া উপজেলা পূজা উৎযাপন পরিষদের আয়োজনে এক বর্ণাঢ্য পূজা আগমনী শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। কুলাউড়া উপজেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি অরবিন্দু ঘোষ বিন্দুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নির্মাল্য মিত্র সুমনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশেকুল হক। বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া পৌর মেয়র শফি আলম ইউনুছ, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ শামীম মূসা, জেলা পূজা উৎযাপন পরিষদের সভাপতি এ্যাড. পীযুষ কান্তি সেন, সহ সভাপতি অসীত দেব, যুগ্ম সাধারণ সম্পাদক নির্মল কান্তি দেব, কুলাউড়া পৌর কাউন্সিলর ইকবাল আহমদ শামীম, কুলাউড়া উপজেলা পূজা উৎযাপন পরিষদের সহ সভাপতি ডা. অরুনাভ দে, মরীন্দ্র মীর বহর, যুগ্ম সাধারণ সম্পাদক অজয় দাস, পৌর শাখার সভাপতি বিশ্বজিত দাস, সাধারণ সম্পাদক অভিনাষ দেব, টিএসএ আহ্বায়ক সুজিত দে প্রমুখ।
এছাড়াও উপজেলার ১৩ ইউনিয়নের পূজা উৎযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কুলাউড়ায় শারদীয় দূর্গোৎসব উপলক্ষে মতবিনিময়
