শ্রীমঙ্গল প্রতিনিধি:
আসন্ন শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের শ্রীমঙ্গল উপজেলা পরিষদ মিলনায়তনে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৯ অক্টোবর) সকালে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহীদ। বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রনধীর কুমার দেব, ভাইস চেয়ারম্যান প্রেমসাগর হাজরা, মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জয়নাল আবেদীন টিটো, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আছকির মিয়া, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অর্ধেন্দু কুমার দেব।
আইনশৃঙ্খলা সভায় উপজেলার ১৬৮টি পুজা মন্ডপে শান্তিপূর্ণ ও উৎসবমূখর পরিবেশে উদযাপনের জন্য সকলের সহযোগীতা কামনা করা হয়।
শ্রীমঙ্গলে দূর্গা পুজাকে সামনে রেখে মতবিনিময় সভা
