শ্রীমঙ্গল প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দূর্গা পূজার গেইট বানাতে গিয়ে বাঁশ ভেঙ্গে উচু স্থান থেকে পড়ে মো: ফালান নামের একজন ডেকোরের্টাস কর্মী মারা গেছেন। রোববার রাতে উন্নত চিকিৎসার জন্য সিলেট যাওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত মো. ফালানের মামাতো ভাই ঝুরু মিয়া বলেন, ফালান বিভিন্ন ডেকোরেটার্স এ দিনমজুর হয়ে কাজ করে। রোববার উপজেলার দক্ষিন উত্তরসুর এলাকায় বাঁশ দিয়ে গেইট তৈরী করার জন্য বাঁশের গেইটের উপরে উঠে কাজ করে। সকাল ১১টার দিকে বাঁশ ভেঙ্গে নিচে পড়ে আহত হলে তাকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্ত্যরত ডাক্তার তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সিলেট নেওয়ার পথে রাতে তার মৃত্যু হয়। নিহত মো: ফালান শ্রীমঙ্গলের শ্যামলী এলাকার মৃত আব্দুল হালিমের ছেলে। পরিবারে তার অসুস্থ্য মা ও অসুস্থ্য স্ত্রী রয়েছেন।
Post Views:
0