কমলগঞ্জ প্রতিনিধি:
“চোখের চিকিৎসা নিন দৃষ্টি বাঁচান, সৃষ্টির সৌন্দর্য্য, বাদ যাবে না দৃষ্টির জন্য” এই শ্লোগানে মৌলভীবাজারের কমলগঞ্জে “বীর মুক্তিযোদ্ধা মরহুম গোলাম নেছার চৌধুরী” (সাবেক চেয়ারম্যান রহিমপুর ইউপি) স্মরণে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়।
কুলাউড়া চক্ষু হাসপাতালের তত্ত্বাবধানে রবিবার (৭ অক্টোবর) সকাল ১১টায় স্থানীয় ধর্মপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চক্ষু শিবিরের শুভ উদ্বোধন করেন রহিমপুর ইউপি চেয়ারম্যান মো: ইফতেখার আহমেদ বদরুল। আব্দুল বাছিদের সভাপতিত্বে ও ডা.বুরহান উদ্দিন খয়রুলের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন চক্ষু চিকিৎসক ডা. আরিফ হাছান, ডা. গোবিন্দ দাস, বুলবুল আহমদ ওয়াতির, পংকজ ভট্টাচার্য্য, মাহবুব চৌধুরী, তাসলিম চৌধুরী সেতু প্রমুখ।
অনুষ্ঠানে ১৬৫ জন রোগীকে ফ্রি চক্ষু চিকিৎসা প্রদান করা হয় এবং বাছাইকৃত দরিদ্র ছানী রোগীদের বিনামূল্যে অপারেশন করা হবে।