ষ্টাফ রিপোর্টারঃ
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মৌলভীবাজার বিআরটিএ’র উদ্যোগে একই দিনে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে এ কর্মসূচির উদ্বোধন করে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
আনন্দগণ এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহীনা আক্তার, বিআরটিএ মৌলভীবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ডালিম উদ্দিন ও মোটরযান পরিদর্শক শেখ ওয়াহিদ প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে বিআরটিএ এর কর্মকর্তা-কর্মচারী, সেবা গ্রহীতা ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
ক্যাপশনঃ মৌলভীবাজার বিআরটিএ’র একই দিনে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক কর্মসূচির উদ্বোধন করছেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
Post Views:
0