ষ্টাফ রিপোর্টার
মৌলভীবাজার জেলা প্রশাসনের উদ্যোগে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় মৌলভীবাজারে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভার পূর্বে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ হতে বর্ণাঢ্য র্যালি সহকারে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বঁঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, স্থানীয় সরকার উপ-পরিচালক মল্লিকা দে, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদ আখতার, তানিয়া সুলতানা, আব্দুল হক ও সদর উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা রহমান প্রমুখ।
Post Views:
0