ষ্টাফ রিপোর্টারঃ
এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে ও সবুজ ছায়া এনজিও’র বাস্তবায়নে মৌলভীবাজারে বৃহস্পতিবার থেকে ৫ দিনব্যাপি নতুন উদ্যোক্তাদের প্রশিক্ষণ শুরু হয়েছে।
সবুজ ছায়া এনজিও’র নির্বাহী পরিচালক রবিউল ইসলাম রাসের পরিচালনায় উদ্বোধনী দিনে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের প্রশিক্ষক মোঃ মনজুুুরুল হক ও শারমিন আক্তার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজার রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাহী সদস্য আলাল খান, মীর টি সাপ্লাইয়ের সত্ত্বাধিকারী সৈয়দ ছায়েদ আহমেদ ও সবুজ ছায়া মহিলা উন্নয়ন সংস্থার সভানেত্রী ছালেহা বেগম প্রমুখ।
প্রশিক্ষণে জেলার বিভিন্ন পর্যায়ের নতুন উদ্যোক্তাদের অগ্রাধিকার দেয়া হয়।