মুস্তাকিন মিয়াঃ
মৌলভীবাজার জেলা সদরের প্বার্শবর্তি জগন্নাথপুর গ্রামের প্রবিন মুরব্বি ও ১১নং মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম তাজের পিতা (হাজী আব্দুল গণী) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এলাকাবাসী।
উল্লেখ তিনি সমবার সকালে ৯.৩০ সময় তার নীজ বাড়ীতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যু কালে তার বয়স ছিল ৯৭ বছর। তিনি বয়সজনিত বিভিন্ন রোগে ভোগছিলেন।
শোক প্রকাশ করেছেন, ইউপি সদস্য ও প্রবিন মাতব্বর মোঃ ওায়াছির মিয়া, প্রবিন আলেম জগন্নাথপুর আশরাফুল উলুম মাদ্রাসার মোহতামিম মাওঃ সিরাজুল ইসলাম,হাজী লেফাছ মিয়া,মোঃ মইজ উদ্দিন,
শোক প্রকাশ করেছেন লন্ডন প্রবাসী মাওলানা মুফতি তাজুল ইসলাম ( মতার), জগন্নাথপুর শাহী ঈদগাহর ইমাম মাওঃ ফখরুল ইসলাম,মাওঃ আল-আমিন, মাওঃ জহির মাওঃ তাজুল ইসলাম রাসেল,
সমাজ কল্যান সংস্থার ভারপ্রাপ্ত সভাপতি আব্বাস উদ্দিন,সেক্রেটারি আবদাল হোসেন, সাবেক ইউপি সদস্য ইমরান মিয়া, বাবুল মিয়া,সৌদি প্রবসি এনামুল ইসলাম, যুব নেতা শাহ-হেলাল শায়েল। এছাড়াও এলাকার বিভিন্ন স্থরের জনগন শোক প্রকাশ করেছেন, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা হিসাবে কবুল করেন।
চেয়ারম্যান তাজ এর পিতার মৃত্যুতে এলাকাবাসীর শোক
