ষ্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজার শহরের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান শাহ মোস্তফা একাডেমির উদ্যোগে পিএসসি. ও জেএসসি উত্তির্ণ সংবর্ধনা এবং বই উৎসব-২০২০ সম্পন্ন হয়েছে। বুধবার সকালে ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
একাডেমির প্রিন্সিপাল মোঃ ইয়ামীর আলীর সভাপতিত্বে এবং একাডেমির শিক্ষক ইনামুল হক ইমন এর পরিচালনায় বক্তব্য রাখেন স্কুল পরিচালনা কমিটির চেয়ারম্যান ডাঃ সৈয়দ আফসার মাহমুদ। অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দ আছাব আলী, জয়নাল আবেদীন খান, সৈয়দ সাদেক আলী ওসৈয়দ বাবর আলী।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণি এবং অষ্টম শ্রেণি শিক্ষক নিলুফা ইয়াসমিন ও সৈয়দা উম্মে কাওছার নাদিয়া। পিএসসি পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত ছাত্রী কানিজ তায়েবা আলম, জেএসসিতে উত্তীর্ণ ছাত্রী তাসনিম হোসেন জেরিন তাদের অনুভূতি ব্যক্ত করেন।
অতিথিরা পিএসসি পরীক্ষায় এপ্লাস প্রাপ্ত শিক্ষার্থীসহ উত্তীর্ণ সকল ছাত্র-ছাত্রীদের অভিনন্দন জনান এবং ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি ছাত্র-ছাত্রীর হাতে নতুন বই তুলেদেন।
উল্লেখ্য প্রতিষ্ঠানটি এবার জেএসসি ও পিএসসি তে শতভাগ সফলতা অর্জন করেছে।