সোস্যাল বিজ্ঞাপন
শেরে বাংলা ফজলুল গোল্ডেন এওয়ার্ড পেয়েছেন কুলাউড়ার কাজী মাওলানা মখলিছুর রহমান। তিনি কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের নিকাহ ও তালাক রেজিষ্টার কাজী। এছোড়াও তিিন বাংলাদশে আঞ্জুমানে আল ইসলাহ’র কুলাউড়া উপজলো শাখার যুগ্ম সম্পাদ (১ম) এবং জয়চন্ডী ইউনয়িন আল ইসলাহ’র সভাপতরি দায়ত্বি পালন করে আসছনে। শনিবার (২৩ নভেম্বর) আলোকিত মানুষের জন্য ফাউন্ডেশন কর্তৃক ঢাকায় অনুষ্ঠিত ‘উপমহাদেশে শিক্ষা বিস্তারে শেরে বাংলা’র ভূমিকা শীর্ষক’ সেমিনারে আনুষ্ঠানিকভাবে তাকে এই এওয়ার্ড প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ গণতদন্ত কমিশনের চেয়ারম্যান বিচারপতি শামসুল হুদা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শেরে বাংলার দৌহিত্র মান্তুর্ব মোর্শেদ, বাংলাদেশ নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ডা. মো. জাকারিয়া প্রমুখ। আলোচনা শেষে অতিথিগন কাজী মাওলানা মখলিছুর রহমানকে সফল ও শ্রেষ্ট নিকাহ-তালাক রেজিষ্টার হিসাবে এ এওয়ার্ড প্রদান করেন।
Post Views:
0