স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজার সরকারি কলেজে “জিয়া অডিটরিয়াম”র নাম ফলক ভাঙচুরের ১১ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত এটি পূর্ণ:স্থাপন হয়নি। মৌলভীবাজার জেলা বিএনপি’র ৭দিনের আল্টিমেটাম রোববার শেষ হয়েছে। তবে এখন পর্যন্ত নাম পূন:স্থাপনের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। অদ্যবধি এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষও কোনো উদ্যোগ গ্রহণ করেনি। কলেজ কর্তৃপক্ষ ভাঙচুরকারীদের বিরুদ্ধে এখন পর্যন্ত প্রশাসনিক কোনো ব্যবস্থা নেয়নি।
এদিকে রোববার ৭দিন পূর্ণ হলেও জেলা বিএনপি নতুন কোনো কর্মসূচি ঘোষণা করেনি। তবে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা রোববার দুপুরে মৌলভীবাজার সরকারি কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর জেলা ছাত্রলীগের সভাপতি আমিরুল হোসেন চৌধুরী’র নেতৃত্বে মৌলভীবাজার সরকারি কলেজ ক্যাম্পাসে অবস্থিত শহিদ জিয়া অডিটোরিয়ামের নাম ফলক ভেঙ্গে জেলা ছাত্রলীগ। নাম ফলক ভেঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীরা আনন্দ মিছিল করে। পরবর্তীতে নামটি পুন:স্থাপনের দাবিতে ১ সেপ্টেম্বর মৌলভীবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে জেলা বিএনপি। এসময় নামটি পুন:স্থাপনের জন্য জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান ৭দিনের আল্টিমেটাম দেন।
এবিষয়ে জেলা বিএনপি’র সভাপতি এম নাসের রহমান বলেন, চলতি মাসের মধ্যেই জেলা বিএনপি’র উদ্যোগে নতুন নাম ফলক তৈরি করে পুনঃস্থাপন করব। কলেজ কর্তৃপক্ষকে বলেছিলাম নাম ফলকের সাইজ দেয়ার জন্য। কিন্তু তারা দেয়নি।