ষ্টাফ রিপোর্টারঃ
“তারুণ্যের শক্তি-বাংলাদেশের সমৃদ্ধি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের সার্বিক তত্ত্বাবধানে মৌলভীবাজার জেলা কার্যালয়ে মঙ্গলবার দুপুরে তরুণ উদ্যোক্তাদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।
জেলা কো-অর্ডিনেটর বেলাল হোসেন সরকার এর পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান, একাটুনা ইউপি চেয়ারম্যান আবু সুফিয়ান, উদ্যোক্তা প্রাণ গোপাল ও আক্তারোজ্জামান প্রমুখ।
প্রশিক্ষণে জেলার ২৬ জন প্রশিক্ষনার্থী অংশ গ্রহণ করে। এ কার্যালয় থেকে ধারাবাহিক ৩’শ ৭৫জনকে প্রশিক্ষণ দেয়া হবে।