স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ে অফিস সহায়ক পদের লিখিত পরীক্ষায় পছন্দের প্রার্থীদের পাস দেয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার সকাল ১০ থেকে লিখিত পরীক্ষা শুরু হয়ে চলে সাড়ে ১১টা পর্যন্ত। জেলা প্রশাসকের কার্যালয় থেকে বলা হয় লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ হবে ওইদিন (শুক্রবার) রাত ৭টায় এবং শনিবার সকাল ১০টায় মৌখিক পরীক্ষা নেয়া হবে। কিন্তু লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় শনিবার বিকেল ৫টায়। অর্থ্যা ২২ ঘণ্টা পর। যার ফলে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত চাকুরী প্রত্যাশীদের পোহাতে হয়েছে চরম ভোগান্তি। অনেককে না খেয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে ফলাফলের জন্য। ফলাফল প্রকাশের কিছু সময় পূর্ব পর্যন্ত সার্কিট হাউজ ঘেরাও করে রাখেন চাকুরি প্রত্যাশিরা।
জানা যায়, জেলা প্রশাসকের অফিস সহায়ক পদে নিয়োগ দেওয়া হবে ২৫ জনকে। যার বিপরীতে পরীক্ষার্থী ছিল ৫৮৮৪জন।
সরেজমিন সেখানে গেলে দেখা যায়, কয়েকশত চাকুরী প্রত্যাশী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ফলাফলের জন্য অবস্থান করছেন। অনেকেই এসেছেন জেলার বিভিন্ন উপজেলা থেকে। কথা হয় তাদের কয়েকজনের সাথে। তাদের মধ্যে সদর উপজেলার আকবরপুর গ্রামের বাসিন্দা আফিকুল ইসলাম বলেন, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ফলাফল প্রকাশ করার কথা বলেছিলেন জেলা প্রশাসন এবং শনিবার সকাল ১০টায় মৌখিক পরীক্ষা নেয়া হবে। কিন্তু নির্ধারিত সময়ের ২২ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও ফলাফল প্রকাশ হয়নি। শুক্রবার বলা হয়েছিল রাত ১২টায় জেলা প্রশাসকের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হবে।
জুড়ী উপজেলা থেকে পরীক্ষা দিতে এসেছেন জেসমিন আক্তার। তিনি বলেন, শুক্রবার সকাল ১০টায় লিখিত পরীক্ষা দেয়ার পর থেকে আমি আমার বোনের বাসায় ছিলাম। রাতে খোঁজ নিয়েছি পরীক্ষার ফলাফলের। কিন্তু শনিবার বিকেল পর্যন্ত ফলাফল প্রকাশ করা হয়নি। কর্তৃপক্ষকে বার বার জিজ্ঞেস করা হলে বলেন, একটু পর প্রকাশ করা হবে।
কমলগঞ্জ থেকে আসা নওরীন জাহান পপি, সদর উপজেলার কাগাবালা এলাকার রহিমা বেগম, রাজনগর উপজেলার স¤্রাট কর, বড়লেখার মৃদুল শর্মা সহ আরোও অনেকে বলেন, বিকেল ৩টায় সার্কিট হাউজে গেলে বলা হয় ১০মিনিট পর ফলাফল দেয়া হবে। তবে বিকেল সাড়ে ৪টার দিকে শ’খানেক চাকুরী প্রত্যাশীরা আবারও সার্কিট হাউজে গিয়ে ঘেরাও করেন। জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা অবস্থানরত চাকুরী প্রত্যাশীদের বিকেল ৫টার কিছু আগে ফলাফল প্রকাশ করা হবে বলে জানান। ফলাফল নোটিশ বোর্ডে লাগানো হচ্ছে। নোটিশ বোর্ডে গিয়ে ফলাফল দেখ। চাকুরী প্রত্যাশীরা সেখান থেকে চলে যায় জেলা প্রশাসকের কার্যালয়ে। এদিকে বিকেল ৫টার দিকে ফলাফল প্রকাশ হওয়ার পর পর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ চাকুরী প্রত্যাশীদের মৌখিক পরীক্ষা শুরু হয়।
মৌলভীবাজার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রুকন উদ্দিন পছন্দের লোকদের পাস দেয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, এমনিতে পরীক্ষার ফলাফলের সময় দেয়া হয়না। আমাদের মনে হয়েছিল ৬-৭ ঘন্টার মধ্যে ফলাফল দেয়া যাবে। কিন্তু কোডিং এবং বিকোডিং এর কারণে সময় লেগেছে।
Post Views:
0