স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের রাজনগর উপজেলায় পল্লী বিদ্যুতের লোডশেডিং বৃদ্ধির প্রতিবাদে ও বন্ধের দাবিতে সচেতন নাগরিক সমাজের উদ্যোগে রোববার দুপুরে উপজেলা পরিষদের গেইটের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সচেতন নাগরিক সমাজের সভাপতি আহমদউর রহমান ইমরানের সভাপতিত্বে ও সহ-সভাপতি মামুনুর রশীদ বকসের সঞ্চালনায় বক্তব্য রাখেন রাজনগর প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগ, দলিল লেখক মাসুকুর রহমান, মাথিউড়া চা বাগানের পঞ্চায়েত কমিঠির সভাপতি সুগ্রীম গৌড়, হাফেজ ক্বারী মাও: তোয়াবুর রহমান, সচেতন নাগরিক সমাজের সহ-সভাপতি শাহেদ আহমদ, সহ সাধারণ সম্পাদক আব্দুল হক, সদস্য সাজু আহমদ প্রমূখ।
রাজনগরে লোডশেডিং বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন
