কুলাউড়া প্রতিনিধি
কুলাউড়া উপজেলা ভূকশিমইলে একটি পক্ষ মসজিদের জায়গা জোরপূর্বক দখল করে যাতায়াতের রাস্তা তৈরী করার চেষ্টা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এনিয়ে ওই এলাকায় চাপা ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে এমন আশংকা সাধারণ মুসল্লিদের। এদিকে ওই পঞ্চায়েতের মুসল্লিদের নিরাপত্তা ও মসজিদ রক্ষার বিষয়টি উল্লেখ করে কুলাউড়া থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি, নং-১৩২৭) করেছেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হাজী বশির উদ্দিন।
লিখিত জিডিতে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হাজী বশির উদ্দিন উল্লেখ করেন, ভূকশিমইল ইউনিয়নের ‘ভূকশিমইল দক্ষিণ চক’ জামে মসজিদের নির্মাণ কাজ বিগত ২০১৭ সালে শেষ হয়। বর্তমানে মসজিদের অজুখানা, বাউন্ডারি, মিনারা ও বাথরুম নির্মাণের কাজ চলছে। এমতাবস্থায় স্থানীয় বাসিন্দা আমির উদ্দিন ও আলাই মিয়া গংরা তাদের বাড়িতে যাতায়াতের জন্য মসজিদের জায়গার উপর দিয়ে ব্যক্তিগত রাস্তা তৈরীর চেষ্টা করেন। একাধিকবার শালিশ-বৈঠক ও জারিপ করেও মসজিদে তাদের জায়গা আছে বলে প্রমানিত হয়নি। সর্বশেষ ভূকশিমইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেনুর উপস্থিতিতে শালিশ বৈঠকে আবারও জরিপকাজ করে মসজিদের সীমানায় রাস্তা তৈরী না করার জন্য আলাই মিয়া গংদের বলা হয়। কিন্তু গত বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে আমির উদ্দিন ও আলাই মিয়া গংরা আবারও মসজিদের জায়গায় রাস্তা তৈরীর চেষ্টা চালায় এবং মসজিদের গেইট তালাবদ্ধ করে রাখে। মসজিদ তালাবদ্ধ করা হয়েছে এমন খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত হয়ে উঠেন পঞ্চায়েতের মুসল্লিগন। খবর পেয়ে কুলাউড়ার থানার এসআই রফিকসহ কয়েকজন পুলিশ ঘটনাস্থলে গিয়ে গেইটের তালা খুলে দিয়ে পরিস্থিতি শান্ত করেন।
এব্যাপারে জানতে আলাই মিয়ার মুঠোফোনে (০১৭৯১-৪৫৬৯০৪) যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি এই মুহুর্তে ব্যস্থ আছি, ‘আপনার প্রয়োজন হলে পরে কল দিয়েন’ বলে ফোন কেটে দেন।
এব্যাপারে কুলাউড়া থানার এসআই রফিক আহমদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মসজিদের পকেট গেইটে তালাবদ্ধ দেখতে পাই। তাদের (আলাই মিয়া) কাছ থেকে চাবি এনে গেইট খুলে দিয়েছি। তবে অপর পক্ষ (আলাই মিয়া) দাবী করছেন মসজিদের সীমানায় তাদের জায়গা রয়েছে, আসলে সঠিক কি তাতো আমি জানিনা। দুই পক্ষকে আলোচনায় বসিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।
কুলাউড়ায় মসজিদের জায়গার উপর রাস্তা তৈরীর অভিযোগ
