বড়লেখা প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখায় প্রথমবারের মত দিনব্যাপী বইমেলা ১৯ ফেব্রুয়ারি মঙ্গলবার অনুষ্ঠিত হবে। বড়লেখা নজরুল একাডেমির উদ্যোগে এই বই মেলার আয়োজন করা হচ্ছে। বড়লেখা বালিকা উচ্চ প্রাঙ্গণে এই মেলা অনুষ্ঠিত হবে। এছাড়া এদিন বসন্ত উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বই মেলা ও বসন্ত উৎসবের অনুষ্ঠান চলবে।
বইমেলা ও বসন্ত উৎসব উদযাপন কমিটির আহবায়ক মসরুর আলম চৌধুরী বলেন, ‘আমরা প্রথমবারের মতবই মেলার আয়োজন করেছি। এখানে বড়লেখার লেখক ছাড়াও বাইরের লেখদের বই ও শিশুতোষ বই থাকবে। পাঠক ও লেখকদের উৎসাহ ধরে রাখতে এই উদ্যোগ। সকলকে মেলায় অংশগ্রহণ করে বই কিনে প্রিয়জনদের বই উপহার দেওয়ার আহবান করছি। এছাড়া বসন্ত উৎসব উপলক্ষে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।’
বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বড়লেখা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের সহকারী আইন কর্মকর্তা এডভোকেট গোপাল চন্দ্র দত্ত বলেন, ‘নজরুল একাডেমি ভালো উদ্যোগ নিয়েছে। প্রথমবারের মতো ব্যাপক উদ্যোগে এই বইমেলার আয়োজনকে স্বাগত জানাচ্ছি। বড়লেখার সাহিত্য অঙ্গণকে এগিয়ে নিতে এই আয়োজন খুব দরকার ছিল। এটা আগামীর জন্য মাইলফলক হয়ে থাকবে। বইমেলার সাফল্য কামনা করছি।’
Post Views:
0