জুড়ী প্রতিনিধি:
মৌলভীবাজারের জুড়ী উপজেলার পশ্চিম গোয়ালবাড়ী এলাকার মোঃ বাচ্ছু মিয়া(আবুল) এর ছেলে কাওছার আহমদ (১৫)। ছেলেটি গত সপ্তাহে গাছ থেকে পড়ে মারাত্মক ভাবে আহত হয়ে বর্তমানে সিলেট ওসমানী মেডিকেলের ১১নং ওয়ার্ডে চিকিৎসাধীন আছে। তার কোমর ভেঙ্গে গেছে বলে চিকিৎসক জানিয়েছেন, তাই অপারেশন করাতে হবে। অপারেশন করাতে অফনেক টাকার প্রয়োজন। যা পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়।
তাই তার পরিবারের পক্ষ থেকে সকলের দৃষ্টি আকর্ষন দয়া করে ছেলেটির চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা করার। আপনার মানবিক দৃষ্টি, একটু সাহায্য বাঁচতে পারে একটি প্রাণ।
ছেলেটির নামঃ- কাওছার আহমদ (১৫)
পিতাঃ- মোঃ বাচ্ছু মিয়া (আবুল)
মোবাঃ- ০১৭৮৩৬৪৯০২৫
গ্রামঃ- পশ্চিম গোয়ালবাড়ি, জুড়ী, মৌলভীবাজার।
প্রয়োজনে বিকাশ
০১৭৩১৭৪০৭৫০ (পার্সোনাল)
০১৭৩৯৪৫৪৭৬৩ (পার্সোনাল)।