ষ্টাফ রিপোর্টারঃ
মৌলভীবাজার সদর উপজেলার আগনসী গ্রাম থেকে তানিয়া আক্তার রেলেনা (২০) নামের এক যুবতীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছেন স্থানীয়রা। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে এটি আত্মহত্যা। নিহত যুবতী আগনসী গ্রামের মৃত আহাদ মিয়ার মেয়ে। এসময় স্থানীয়রা লাশের পাশে একটি চিরকুট পান। ওই চিরকুটে লিখা ছিল, “বাভুল আমার জীবন নষ্ট করে দিছে আর কেউ নেই মোবাইলে রেকট আছে দেক”।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে নিজ বসত ঘরের ছাদের সাথে গলায় ওড়না বেঁধে আত্মহত্যা করে তানিয়া। পরে স্থানীয়রা দেখে তার লাশ উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে আসেন। স্থানীয়রা আরোও জানান, বাবুল নামের এক ছেলের সাথে তানিয়ার দীর্ঘ দিন ধরে প্রেমের সম্পর্ক ছিল।
মৌলভীবাজার মডেল থানা এসআই বিকাশ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। লাশটির ময়নাতদন্তের পর তদন্ত শুরু হবে।
Post Views:
0