নিজস্ব প্রতিনিধি:
মৌলভীবাজারে নিরাপদ সড়ক চাই (নিসচা) এর বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানে সদস্য সংগ্রহ অভিযান চলছে।
বুধবার (১০ অক্টোবর) মৌলভীবাজার সরকারি কলেজে সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ফজলুল আলী। এসময় উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই (নিসচা) মৌলভীবাজার এর সভাপতি খিজির মুহাম্মদ জুলফিকার ও সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেনসহ সংগঠনের নেতৃবৃন্দ।
নিসচার সদস্য হতে ইচ্ছুকগণকে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি ও ভোটার আইডি কার্ড অথবা শিক্ষা প্রতিষ্ঠানের আইডি কার্ডের ফটোকপি দিয়ে সদস্য হিসেবে অন্তর্ভূক্ত হতে পারবেন। সদস্য সংগ্রহ অভিযান আগামীকাল ১১ অক্টোবর মৌলভীবাজার সরকারি মহিলা কলেজে এবং ১৪ অক্টোবর শাহ মোস্তফা কলেজে চলবে।