প্রেসবিজ্ঞপ্তি : যুক্তরাজ্য ( ইউকে ) অনলাইন প্রেসক্লাব গঠনের জন্য জাতীয় অনলাইন প্রেসক্লাবের কাছে আবেদন করার প্রেক্ষিতে জাতীয় অনলাইন প্রেসক্লাব,ঢাকার প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক শামসুল আলম স্বপনের সুপারিশ ক্রমে জাতীয় অনলাইন প্রেসক্লাবের আহ্বায়ক অধ্যাপক আকতার চৌধুরী ও সদস্য সচিব প্রযুক্তিবিদ রোকমুনুরজামান রনি ৯ সদস্য বিশিষ্ট যুক্তরাজ্য ( ইউকে ) অনলাইন প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গত ২৮ আগস্ট-২০২০ তারিখে অনুমোদন দিয়েছেন । জাতীয় অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দ আশা করেন যুক্তরাজ্য ( ইউকে ) অনলাইন প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি দ্রুততম সময়ের মধ্যে যুক্তরাজ্যের সকল ষ্টেটে জাতীয় অনলাইন প্রেসক্লাবের গঠনতন্ত্র মোতাবেক অনলাইন প্রেসক্লাব গঠন করবে । যুক্তরাজ্য ( ইউকে ) অনলাইন প্রেসক্লাবের সকল নেতৃবৃন্দকে জাতীয় অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয় । আহ্বয়ক : ম. জয়নুল আবেদীন রোজ ( নির্বাহী সম্পাদক, দৈনিক আলো ) সদস্য সচিব : আজিজুল আম্বিয়া ( রিলাক্স রেডিও ও মৌলভীবাজার ডটকম )
সদস্য : আঃ বাসিত বাদশা ( লন্ডন বিডি নিউজ. কম ) খান জামাল নুরুল ইসলাম ( লন্ডন টাইমস ), হাফসা ইসলাম (রিলাক্স রেডিও), শিলা আবেদীন ( বিজয় নিউজ ২৪ ডটকম ), এ্যাড. আয়েশা খাতুন ( রিলাক্স রেডিও ), সুজন অর রশিদ ( বাংলা টাইমস), রেজাউল ইসলাম খান ( বাংলা টাইমস) ।
অনুমোদন দিল জাতীয় অনলাইন প্রেসক্লাব, যুক্তরাজ্য ( ইউ.কে ) অনলাইন প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি
