ষ্টাফ রিপোর্টারঃ
ডিসেম্বর ক্লোজিং সামনে রেখে ফারইষ্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স মৌলভীবাজার সার্ভিস সেন্টারের উদ্যোগে রোববার মৌলভীবাজার অফিসে ব্যবসা উন্নয়ন ও পরিকল্পনা সভা অনুষ্টিত হয়।
মৌলভীবাজার সার্ভিস সেন্টারের ভিপি এন্ড ইনচার্জ মোঃ গিয়স উদ্দিনরে সভাপতিত্বে এবং শাখা ব্যবস্থাপক মাহমুদুল হাসানের পরিচালনায় বক্তব্য রাখেন প্রধান কার্যালয়ের এসইভিপি এন্ড ইনচার্জ, উন্নয়ন প্রশাসন, হেড অব ডেভ এডমিন আবু আহমদ রানা, সিলেট ডিভিশনের এসভিপি ও ইনচার্জ মোঃ মজিবুল মাওলা লিটন, কুলাউরা জোন ইনচার্জ ও বিসি ফাহমিা জান্নাত জুঁই প্রমুখ।
Post Views:
0