মুস্তাকিন মিয়াঃ
মৌলভীবাজারের সদর উপজেলার ১২নং গিসায়নগর ইউনিয়নের গোমড়া গ্রামের মৃত মাওঃ জালাল উদ্দীনের ছেলে হাফেজ আল-আমিন এবারের এসএসসি (দাখিল)পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে।
সে সদর উপজেলার জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা গোমড়া পুলিশ লাইন থেকে বিজ্ঞান বিভাগে এবারের পরীক্ষায় অংশগ্রহণ করে। এর আগে সে জেডেসি পরীক্ষাতেও জিপিএ-৫ অর্জন করে।
চার ভাই ও দুই বোনের মধ্যে ৫ম। আল-আমীন তার ফলাফলের জন্য মাদ্রাসার শিক্ষক, বাবা-মা ও ভাই-বোনের কাছে কৃতজ্ঞ। সে লেখাপড়া করে চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চায় ।
আল-আমিনের বড় ভই শাহনূর আহমদ বলেন, আমাদের ছোট ভাই সে কোরআনের হাফেজ ইচ্ছা ছিল সে নিজেকে বড় আলেম হিসাবে প্রতিষ্টিত করবে, কিন্তু সে ডাক্তার হতে চায় মানুষের সেবা করতে চায় আল্লাহ তার এ নেক আশা পুরন করুন। সবার কাছে আমার ভাইয়ের জন্য দোয়া চাই।
মৌলভীবাজারের হাফেজ আল-আমিন ডাক্তার হতে চায়
