মুস্তাকিন মিয়াঃ
মৌলভীবাজার সদর উপজেলার ১১ নং মোস্তফাপুর ইউপির ৬ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার মোঃ ওয়াছির মিয়া (৬৭) আর নেই।তিনি মৌলভীবাজার শহরের নূর জাহান (বেসরকারি) ক্লিনিকে বুধবার ভোর ৫ টায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মূত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তিনি দীর্ঘ দিন বয়স জনিত বিভিন্ন রোগে ভোগছিলেন। মূত্যুকালে তিনি তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। বুধবার দুপুর ২ টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন দ হয়। তার মূত্যুতে শোক জানিয়েছেন ইউপি চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম তাজ,সাবেক চেয়ারম্যান শেখ রুমের আহমদ,শোক জানিয়েছেন তার সহকর্মী ইউপি সদস্যরা,এলাকার বিশিষ্ট মুরব্বি মোঃ মইজ উদ্দিন, হাজী লেফাস মিয়া,জয়লান আবেদিন কাজল।
লন্ডন প্রবাসি মুফতি তাজুল ইসলাম, (মতার),জগন্নাথপুর শাহী ঈদগার ইমাম মাওঃ ফখরুল ইসলাম, জগন্নাথপুর সমাজ কল্যান সংস্থার ভারপ্রাপ্ত সভাপতি আব্বাস উদ্দিন, সাধারণ সম্পাদক আবদাল হোসেন, এছাড়াও এলাকার সর্বস্তরের জনগন শোক প্রকাশ করেছেন।
পরিবারের পক্ষ থেকে তার বড় ছেলে মিজানুর রহমান বাবার রুহের মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া প্রর্থানা করেছেন।
Attachments area
মৌলভীবাজারে ইউপি সদস্যের মৃত্যু
