মৌলভীবাজারের কুলাউড়ার উপজলার ভূইগাওঁ এর বাসিন্দা মো: নাজমুল হোসেন অপু প্রায় অনেক দিন ধরে “লিভার জন্ডিস” (সিরসিস ৭৫%) এ আক্রান্ত হয়ে ঢাকা “বি আর বি হাসপাতালে” প্রফেসর মোহাম্মদ আলির চিকিৎসাধীন অবস্থায় আছেন।উনার চিকিৎসার জন্য প্রায় ১০ লক্ষেরও অধিক টাকার প্রয়োজন।যা উনার পরিবারের পক্ষে সম্পূর্ণ খরচ বহন করা সম্ভব হচ্ছে না।
ডাক্তার জানিয়েছেন উনার উন্নত চিকিৎসা অতি শ্রীঘ্রই প্রয়োজন।
বর্তমানে চিকিৎসা করানোর মতো প্রয়োজনীয় অর্থের অভাবে উনার চিকিৎসা করা সম্ভব হচ্ছে না।এমতাবস্থায় উনাকে বাঁচাতে হলে সমাজের দানশীল হৃদয়বান সর্বস্থরের ব্যক্তিদের দোয়া সাহয্য ও সহযোগীতার প্রয়োজন।নাজমুল হোসেন অপুকে বাঁচাতে আপনি সাহায্য করুন।আপনার প্রতিবেশী,বন্ধু ও বান্ধবদের সাহায্য করার জন্য অনুরোধ করুন।
ঠিকানা
নাম: নাজমুল হোসেন অপু
পিতা:চেরাগ আলি
গ্রাম: ভূই গাও
থানা: কুলাউড়ার
জেলা: মৌলভীবাজার।
মোবা:০১৭১৯২৩১২৪৪ (বিকাশ)
ব্যাংক একাউন্ট:
NRB ব্যাংক
MD. AKMOL HUSSAIN
AIC 3031010037687